টেলিটক বন্ধ সিম চালু করে ১৯ টাকা বা ততোধিক রিচার্জে বুঝে নিন ২ জিবি ফ্রি ডাটা সহ আকর্ষনীয় সব অফার।
–
৩১জানুয়ারি-২০১৬ খ্রিঃ বা তার পূর্ব হতে যে সকল গ্রাহকের কোন প্রকার ভয়েস কল, ভিডিও কল, এসএমএস, এমএমএসও ডাটা ব্যবহার নাই সেই সকল গ্রাহকগণইশুধু এই অফারটি উপভোগ করতে পারবেন।-এই অফার পাওয়ার যোগ্য কিনা তা জানানো হবে। উদাহরন-
মেসেজ অপশনে কাঙ্খিত মোবাইল নম্বরটি- ০১৫******* লিখে ১১২ নম্বর এ পাঠাতে হবে (চার্জ ফ্রি)। টেলিটক সিমের নাম্বারটি দেখতে *৫৫১# ডায়াল করুন ।নাম্বারটি দেখতে পারবেন ।
– অফারটির জন্য যোগ্য গ্রাহক ১৯ বা ততোধিক টাকা রিচার্জের মাধ্যমে ৩০ দিনের জন্য অননেটে ৩০ পয়সায় এবং অফনেটে ৬০ পয়সায় রাত ০০.০১ থেকে সন্ধ্যা ৬টা এবং ৭৫ পয়সায় সন্ধ্যা ৬টা হতে রাত ১২টা পর্যন্ত কথা বলতে পারবেন
– ২জিবি ডাটা ৭ দিনের জন্য ফ্রি পাবেন। ডাটা স্পিড হবে সর্বোচ্চ ১ এমবিপিএস পর্যন্ত।
– গ্রাহক শর্টকোডে এসএমএস পাঠিয়ে ব্যবহৃত ফ্রি ডাটার পরিমাণ জানতে পারবেন (চার্জ ফ্রি)।
– রিচার্জকৃত টাকা গ্রাহক যেকোন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন।
– অফার গ্রহণের ১ মাস পূর্ণ হওয়ার পর গ্রাহক তার সংশ্লিষ্ট প্যাকেজে নিয়মিত কলরেট উপভোগ করবেন।
– অফার গ্রহণের ১ মাস পূর্ণ হওয়ার পর গ্রাহক তার সংশ্লিষ্ট প্যাকেজে নিয়মিত কলরেট উপভোগ করবেন।