বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন গ্রামীণফোন বাংলালিংক রবি এয়ারটেল টেলিটক সিটিসেল

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন গ্রামীণফোন বাংলালিংক রবি এয়ারটেল টেলিটক সিটিসেল

এক এন আইডিতে ১৫টির বেশি সিম থাকলে ২৮ ফেব্রুয়ারি ,২০১৮ এর পর বাড়তি সিম বন্ধ করা হবে।

যেকোনো গ্রাহককে তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদের বিপরীতে কতোটি সিম রয়েছে, তা জানারও সুযোগ করে দিয়েছে বিটিআরসি।

দেখে নিন মোট কয়টি সিম আছে সব নাম্বার সহ 
ইউএসএসডি’র মাধ্যমে *১৬০০১# নম্বরে ডায়াল করে ফিরতি রিপ্লাইয়ে আইডি(জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন) নম্বরের শেষের ৪ ডিজিট লিখে পাঠাতে হবে। আর এসএমএসের মাধ্যমে আইডি নম্বরের শেষ ৪ ডিজিট লিখে ১৬০০১ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা।

 দেখে-নিন-মোট-কয়টি-সিম-আছে-এক-এনআইডিতে-১৫টির-বেশি-সিম-থাকলে-২৮ফেব্রুয়ারি-২০১৮-পর-বাড়তি-সিম-বন্ধ-করা-হবে


বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে
১. জাতীয় পরিচয় পত্র
২. পাসপোর্ট সাইজ ছবি
৩. সিম/ রিম

বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন অফারসমুহ

বায়োমেট্রিক সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করতে-
গ্রামীণফোন মেসেজে “reg” লিখে পাঠান 4949 নম্বরে
বাংলালিংক  ডায়াল *1600*1#
রবি ডায়াল *1600*1#
এয়ারটেল গ্রাহকরা ডায়াল *121*444#
টেলিটক মেসেজে “Q” লিখে পাঠান 1600 নম্বরে

বায়োমেট্রিক-পদ্ধতিতে-সিম-রেজিস্ট্রেশন-গ্রামীণফোন-বাংলালিংক-রবি-এয়ারটেল-টেলিটক-সিটিসেল

Customer care helpline 
airtel 786 or 01678600786
Banglalink 121576 or 111
Citycell 121 or 01199121121
Grameenphone 121
Robi 123 or 01819400400
Teletalk 1234 or 121

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *