ডিপিই ইবিটি পিএসসি পরীক্ষার ফলাফল রিচেক পুনঃনিরীক্ষণ মোবাইলে আবেদন করা যাবে ১৫ জানুয়ারি,২০২০ এর মধ্যে

ডিপিই-ইবিটি-পিএসসি-ফলাফল-রিচেক

DPE EBT পিএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ মোবাইলে আবেদন করা যাবে
১ জানুয়ারি,২০২০ থেকে ১৫ জানুয়ারি,২০২০ এর মধ্যে

DPE/EBT পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ:

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSC<Space>Student ID<Space> আবেদন ইচ্ছুক বিষয়ের Code লিখে Send করুন 16222 নম্বরে।

উদাহরণ : DPRSC 123456789 111 লিখে Send করুন 16222 নম্বরে। (123456789 এখানে Student ID এবং 111 বিষয় কোড) । ফিরতি SMS- এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর প্রদান করা হবে। আবেদন এ সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSC<Space>Yes<Space>PIN No.<Space>Contact No. (যেকোনো অপারেটরে) লিখে Send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৮০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

প্রাইমারী সমাপনী পরীক্ষার পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে Subject Code :

পরীক্ষা ও বিষয় কোড
DPE:
বাংলা 111
ইংরেজি 112
গণিত 113
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 114
সাধারণ বিজ্ঞান 115
ধর্ম 116

EBT:
বাংলা 121
ইংরেজি 122
গণিত 123
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান 124
কুরআন 125
আরবি 126

Subject Code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইলে Message অপশনে গিয়ে DPRSC<Space>HELP<Space>CODE লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPRSC HELP CODE লিখে Send করুন 16222 নম্বরে।

০১-০১-২০২০ তারিখ থেকে ১৫-০১-২০২০ তারিখের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

ডিপিই-ইবিটি-পিএসসি-ফলাফল-রিচেক

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *