ইন্টেক্স iRist অসাধারণ সব স্পেসিফিকেশনসহ একটি উদ্ভাবনী স্মার্টওয়াচ। স্মার্টওয়াচটি কিনলে গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য দিচ্ছে আকর্ষণীয় বান্ডেল অফার।

মূল বৈশিষ্ট্যঃ
- রঙ – কালো ও গোলাপি
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড কিটক্যাট
- ওজনঃ ৮৩গ্রাম
- ডাইমেনশনঃ ৪৪*১৪*১৪ মিঃমিঃ
- ডিসপ্লেঃ ১.৫৬”
- ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- মেমোরিঃ ৫১২(র্যাম)/৪জিবি(রম) সর্বোচ্চ ৩২জিবি পর্যন্ত
- প্রসেসরঃ ১.২ গিগাহার্টজ ডুয়েল কোর
- ৩জি সুবিধাসম্পন্ন
- ডেডিকেটেড মাইক্রোফোনসহ অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা
- ফোনটি হাতে সহজেই পরিধানযোগ্য
- কথা বলুন স্টাইলের সাথে
- চলার পথে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা
- কানেক্টেড থাকুন- এইচএসপিএ, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট- এর মাধ্যমে
মূল অফারঃ
- iRist স্মার্টওয়াচের মূল্য ১৩,৯৯৯টাকা। প্রি বুকিং মূল্য ৩,৯৯৯; যা অফেরতযোগ্য।
- ইএমআই অফারঃ ৬ মাস (স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, অ্যামেক্স, ইবিএল, ব্র্যাক, ডিবিবিএল- ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য)
ডাটা অফারঃ
- ১০০ এমবি টকটাইম (যেকোন নেটওয়ার্কে)
- ১০০ এমবি ডাটা
- ১০০ এসএমএস (যেকোন নেটওয়ার্কে)
- গ্রাহকরা ২ মাসে সর্বোচ্চ ৩বার এই অফারটি নিতে পারবেন।
বিস্তারিত অফারঃ
অফারের মূল কোড | iRist স্মার্টওয়াচ অফার | পোর্ট |
---|---|---|
SW (ট্যাগিং-এর জন্য) |
|
5050 |
SW 1 |
|
5050 |
- ইন্টেক্স গ্রামীনফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই আকর্ষণীয় অফারটি। গ্রাহকদের তাদের হ্যান্ডসেটটি ট্যাগ করার জন্য কিওয়ার্ড টাইপ করে, পোর্টে পাঠাতে হবে। পাশাপাশি যেকোন নেটওয়ার্কে ১০০ মিনিট ফ্রি, ১০০এমবি ডাটা এবং ১০০ এসএমএস পেতে গ্রামীণফোন সংযোগ থাকতে হবে।
- ৩০ দিন মেয়াদ
- ট্যাগিং অপশনটি ২মাসের জন্য প্রযোজ্য, তবে কোন গ্রাহক যদি ৫৯তম দিনে ট্যাগিং করে তবে সে পরবর্তী ২মাসের জন্য অফারটি উপভোগ করতে পারবে।
- শুধুমাত্র ৩জি কাভারেজ অন্তর্ভুক্ত এলাকার জন্য প্রযোজ্য।
- স্মার্টওয়াচের ব্যবহার, ওয়েবসাইট ভিজিট এবং বিটিএস থেকে দূরত্বের উপর গড় স্পিড নির্ভর করবে।
- ভলিউম ভিত্তিক প্যাকের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত বাড়তি ব্যবহারের উপর প্রতি .০১/১০ কিলোবাইট চার্জ প্রযোজ্য হবে।
- প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে বাড়তি ইউসেজ সর্বোচ্চ ২০০এমবি পর্যন্ত।
- পোস্টপেইড গ্রাহকরা কোন নির্দিষ্ট ক্যাপিং ছাড়াই মেয়াদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত প্রতি .০১/১০ কিলোবাইট হারে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ৩০দিনের মধ্যে কোন গ্রাহক অফারটি রিনিউ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
- একই গ্রাহকের একাধিক ট্যাগিং-এর ক্ষেত্রে, প্রথম ট্যাগিংটিকেই বৈধ বলে গণ্য করা হবে। এবং যাবতীয় অফার উক্ত বৈধ ট্যাগিং-এর উপরই দেওয়া হবে।
- অফারটির ক্যাম্পেইনের অংশ হওয়ায় অটো রিনিউয়াল প্রযোজ্য নয়।
- সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের (জিপিপিপি এবং ভিপি ব্যতিত) জন্য অফারটি প্রযোজ্য।
বোনাস ব্যালেন্স চেকঃ
প্রিপেইডঃ
- *566*22# ডায়াল করে টকটাইম ব্যালেন্স, *566*10# ডায়াল করে ডাটা ব্যালেন্স এবং *566*2# ডায়াল করে এসএমএস চেক করা যাবে।
পোস্টপেইডঃ
- BP টাইপ করে পাঠিয়ে দিন 4777 নম্বরে।