গ্রামীণফোন ম্যাক্সিমাস পি৭ প্লাস ফোরজি স্মার্টফোন ৪৯০০টাকা সাথে ৮জিবি ইন্টারনেট ফ্রি

গ্রামীণফোন-জিপি-ম্যাক্সিমাস-পি৭-প্লাস-ফোরজি-স্মার্টফোন-মোবাইল-হ্যান্ডসেট-৪৯০০টাকা
গ্রামীণফোন ম্যাক্সিমাস পি৭ প্লাস ফোরজি স্মার্টফোন ৪৯০০টাকা সাথে ৮জিবি ইন্টারনেট ফ্রিঅ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিশন)
ডুয়েল জেনন ফ্লাশসহ সামনে-পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা
৫ দশমিক ৪ ইঞ্চির মাপের ফুলভিউ এইচডি প্লাস আইপিএস ইনফিনিটি ডিসপ্লে
১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড প্রসেসরের
১ জিবি র‍্যাম + ৮ জিবি রম
২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি

গ্রামীণফোন-জিপি-ম্যাক্সিমাস-পি৭-প্লাস-ফোরজি-স্মার্টফোন-মোবাইল-হ্যান্ডসেট-৪৯০০টাকা-সাথে-৮জিবি-ইন্টারনেট-ফ্রি
উপরোক্ত স্মার্টফোনটি ক্রয়ে গ্রাহক নিম্নলিখিত বান্ডেল অফারগুলো উপভোগ করতে পারবেন:
বান্ডেল অফার:
  • গ্রাহক প্রথমবার ট্যাগিং এর মাধ্যমে ফ্রি ৮ জিবি 4G ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)
  • মাত্র ২৪ টাকায় (সব চার্জ সহ) ২ জিবি (১ জিবি+১ জিবি 4G) ইন্টারনেট মেয়াদ ৭ দিন
  • গ্রাহক এই বান্ডেল অফারটি ৬ মাসে ১২ বার ক্রয় করতে পারবেন
 
বান্ডেল অফার অ্যাক্টিভেশন পদ্ধতিঃ
  • প্রথমবার ট্যাগিং এবং ফ্রি ইন্টারনেট এর জন্য হ্যান্ডসেটটি অ্যাকটিভ GP MSISDN সহ রিস্টার্ট করতে হবে
  • ২ জিবি ইন্টারনেট (১ জিবি+১ জিবি 4G) ক্রয় করার জন্য 24TK টাইপ করে 25050 নাম্বারে SMS করুন।
  • CHK 24TK লিখে 25050 নম্বরে পাঠিয়ে দিলে গ্রাহকগণ কতবার অফারটি ক্রয় করেছেন, তা জানতে পারবেন
শর্তাবলীঃ
  • কি-ওয়ার্ডগুলো কেইস সেনসেটিভ নয়
  • অফার শুধুমাত্র এই নির্দিষ্ট স্মার্টফোন মডেলটির জন্য প্রযোজ্য
  • অফারটি গ্রামীণফোন-এর সকল নতুন ও বর্তমান প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • এই অফারটি Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • ট্যাগিং ভ্যালিড ২ মাসের জন্য, তবে কোনো গ্রাহক যদি ৫৯তম দিনে ট্যাগ হয়ে থাকেন তাহলেও তিনি পরবর্তী ৬ মাসে ১২ বার বান্ডেল অফারটি ক্রয় করতে পারবেন
  • প্রতি মাসে গ্যাহক সর্বোচ্চ ২ বার বান্ডেল অফারটি ক্রয় করতে পারবেন।
  • ভ্যালিড ট্যাগিং এর পর গ্রাহকগণ একটি কনফার্মেশন SMS পাবেন
  • ভ্যালিড ট্যাগিং এর জন্য হ্যান্ডসেটটি অ্যাকটিভ GP MSISDN সহ রিস্টার্ট করতে হবে
  • কোনো কারণে ট্যাগিং সফল না হলে গ্রাহককে স্মার্টফোনটি রিস্টার্ট করে পুনরায় SMS এর মাধ্যমে ট্যাগিং রিকোয়েস্ট করতে হবে
  •  ট্যাগিং সফল হলে অফার পেতে গ্রাহককে উপরোক্ত নির্দেশাবলি অনুসরণ করতে হবে
  • গ্রামীণফোন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ *121*1*2# ডায়াল করে বোনাস ইন্টারনেট ও ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন
  • প্রতিবার ইন্টারনেট ভলিউম শেষ হবার পর 5MB পর্যন্ত ইন্টারনেটের জন্য 22 TK/MB চার্জ প্রযোজ্য।
  • অ্যাকটিভ ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে একই প্যাকেজ (XGB at Tk XX) ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে।
  • ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল: *121*3041#
  • নিষ্ক্রিয় অথবা নতুন ক্রয়কৃত গ্রামীণফোন সিমকার্ডের ক্ষেত্রে ভ্যালিড ট্যাগিং এর জন্য নম্বরটি অ্যাক্টিভেট করে নতুন ক্রয়কৃত স্মার্টফোনে যুক্ত করতে হবে
  • একই গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিংকেই বৈধ হিসেবে গণ্য করা হবে এবং অফারের সুবিধা প্রদান করা হবে। ভ্যালিড ট্যাগিং এর পর বান্ডেলটি অবশ্যই সচল রাখতে হবে।
  • গ্রাহক ৩০ দিনের মধ্যে অফারটি রিনিউ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কোন অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয়।
  • উল্লেখিত প্রমোশনাল অফার সীমিত সময়ের জন্য এবং পরবর্তী নোটিশ না দেয়া অবধি কার্যকর থাকবে
  • শুধুমাত্র বৈধ এবং যোগ্য IMEI বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন
  •  এই স্মার্টফোনগুলোতে 4G সেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই 4G এনেবলড সিম থাকতে হবে
  • আপনার সিমটি 4G কিনা জানতে ডায়াল: *121*3232#
  • এই ক্যাম্পেইন এর হ্যান্ডসেটটি (MAXIMUS P7 PLUS) সমস্ত জিপি সেলস চ্যানেলে পাওয়া যাবে।
  • MAXIMUS P7 PLUS স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবা এবং ১৫ দিনের আর্লি লাইফ ফেইলিয়র সুবিধা পেতে গ্রাহককে স্ব-স্ব সার্ভিস সেন্টারে যেতে হবে
  • ক্যাম্পেইন শেষ হবার পর ট্যাগিং এর ব্যাপারে কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *