সেই প্রকল্পের আওতায় চার বছরে বিনা খরচে প্রশিক্ষণ পাবে চার হাজার জন। প্রতি চার মাস অন্তর শুরু করা হয় নতুন ব্যাচ।
জানুয়ারি ২০১৮ ব্যাচে ৫০০ জনকে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। উপরন্তু সব প্রশিক্ষণার্থীকে দেওয়া হবে ভাতা। কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০ হাজার ৪০০ টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরির বিষয়ে সহায়তা করে থাকে কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে মিলবে প্রশিক্ষণ সনদ।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর।

ভর্তির যোগ্যতা
এসএসসি হলেই আবেদন করা যাবে। কমপক্ষে ১৮ বছর হতে হবে। ভর্তিতে অগ্রাধিকার পাবেন আদিবাসী, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীরা।
ভর্তির আবেদন ফরম বিনা মূল্যে পাওয়া যাবে নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ এবং মাতা-পিতার আয়ের সনদ জমা দিতে হবে।
প্রশিক্ষণ পাবেন যেসব প্রতিষ্ঠানে
যোগাযোগ: বাড়ি নম্বর ৪ (পঞ্চম তলা), রোড নম্বর ২৭, ধানমণ্ডি। মোবাইল : ০১৮৫৭-২৬৫১২১।
ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি থেকে প্রশিক্ষণ নেওয়া যাবে কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস।
যোগাযোগ : হোসেন প্লাজা (তৃতীয় তলা), বাড়ি নম্বর-১, রোড-১৫ (পুরনো ২৮), ধানমণ্ডি, ঢাকা। মোবাইল : ০১৮৫৭৮০০৪৯৫।
আপডেট হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে করা যাবে কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউস কিপিং কোর্স।
যোগাযোগ : ইউনিক ট্রেড সেন্টার (নিচতলা), ৮ পান্থপথ, ঢাকা। মোবাইল : ০১৭৮৬১১৫৫০০
ইউসেপ, মিরপুর টেকনিক্যাল স্কুল থেকে করা যাবে কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্স দুটি।
যোগাযোগ : প্লট নম্বর-২ ও ৩, মিরপুর-২, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৬১৫৩৫৬৬৬৬
ব্র্যাক লার্নিং সেন্টার থেকে করা যাবে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউস কিপিং কোর্স। যোগাযোগ : আশকোনা, উত্তরা, ঢাকা কেন্দ্র। মোবাইল : ০১৭২১-১৩৮৭৯৭
রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে করা যাবে কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউস কিপিং কোর্স।
যোগাযোগ : প্লট-২২/এ, ফারুক সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। মোবাইল : ০১৭১৩৩৩২৫৭৬
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে করা যাবে হাউস কিপিং কোর্স।
যোগাযোগ : দারুস সালাম, মিরপুর-১, ঢাকা। মোবাইল : ০১৯১৫৬৮০৩৪৩।
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন কোর্স করা যাবে।
যোগাযোগ : ঝিলোনজা, কক্সবাজার। মোবাইল : ০১৭২৩৭৮৯৭৪৪
মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে করা যাবে হাউস কিপিং কোর্স।
যোগাযোগ : বড়বাড়ী, মোলভীবাজার। মোবাইল : ০১৭১৬৩৩৮৮৪৮।
টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও হাউস কিপিং বিষয়ে প্রশিক্ষণ দেবে।
যোগাযোগ : ৯/এ আনন্দ টাওয়ার, জেল রোড, সিলেট। মোবাইল : ০১৭০৯৯৩২২৬২।
বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউস কিপিং কোর্স বিষয়ে প্রশিক্ষণ দেবে।
যোগাযোগ : ১৪৭/ডি, গ্রিন রোড, ঢাকা-১২১৫। মোবাইল : ০১৭১৩০৩৯৪৩৯।
আবেদনের নিয়ম
প্রকল্প চলাকালীন সময়ে পছন্দমতো ইনস্টিটিউট বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। প্রশিক্ষণের মেয়াদ চার মাস। এর মধ্যে ইনস্টিটিউটে দুই মাস তত্ত্বীয় ক্লাস নেওয়া হবে। বাকি দুই মাস হাতে-কলমে ইন্ডাস্ট্রিতে কাজ শেখানো হবে। সকালের ব্যাচ শুরু হবে সকাল ৯টায় এবং দুপুরের ব্যাচ শুরু হবে দুপুর ২টায়।