বাংলালিংক ফ্রি মিসড কল অ্যালার্ট সার্ভিস

বাংলালিংক মিসড কল অ্যালার্ট

আপনার ফোনটি বন্ধ কিংবা নিম্নোক্ত আনরিচেবল থাকাকালীন, আপনার মোবাইলে যেসব কল করা হয়েছিল, তার সবই জানতে পারবেন এই সার্ভিসে,

  • হ্যান্ডসেট বন্ধ থাকলে
  • নেটওয়ার্ক বা কভারেজ-এর বাইরে থাকলে
  • ব্যাটারি নিঃশেষিত হলে
  • ফোন ব্যস্ত থাকলে কিংবা উত্তর না করলে
  • আপনি যখন আপনার ফোনটি চালু করবেন অথবা আপনার সার্ভিস এরিয়ায় ফিরে যাবেন, তখন এসএমএসের মাধ্যমে আপনি মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য জানতে পারবেন। এসএমএসগুলোয় থাকবে কলারের মোবাইল নাম্বার, কলের সময় ও তারিখ।
বাংলালিংক-ফ্রি-মিসড-কল-অ্যালার্ট-সার্ভিস

সার্ভিসটি যেভাবে চালু করবেন

  • মাসিক সাবস্ক্রিপশন ফি (পুশ মোড)
  • মেসেজ অপশনে যান
  • start লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে
  • আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে “ডাইভার্ট হোয়েন আনরিচেবল” মোডে ৬২২ নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে
  • এসএমএসের মাধ্যমে আপনি নিশ্চিতকরণ বার্তা পাবেন

পুশ মোডের বৈশিষ্ট্য:
কলার নোটিফিকেশন

  • আপনি নেটওয়ার্কের আওতায় ফিরে এলে কিংবা ফোন চালু করলে কলারের অটো নোটিফিকেশন পাবেন
  • ডিফল্ট কলার নোটিফিকেশন মেসেজ: +৮৮০১৯******** নাম্বারটিতে এখন সংযোগ দেয়া সম্ভব। আপনি এখন কল করতে পারেন।

আউট অব অফিস নোটিফিকেশন

  • আপনার মোবাইল যদি কাভারেজ এরিয়ার বাইরে থাকে অথবা বন্ধ থাকে তাহলে আপনাকে কল প্রদানকারী ব্যক্তির কাছে অটোমেটিক রিপ্লে মেসেজ পেীঁছে যাবে
  • ডিফল্ট আউট অব অফিস নোটিফিকেশনঃ ধন্যবাদ আমাকে কল করার জন্য তবে আমি ব্যস্ত থাকায় বর্তমানে কল রিসিভ করতে পারছি না! পরবর্তিতে কল করার অনুরোধ রইল

প্রতিবার আপনাকে একটি এসএমএসের মাধ্যমে তথ্য পৌঁছে দেয়া হবে (পুল মোড)

  • মেসেজ অপশনে যান
  • start লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে
  • আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে “ডাইভার্ট হোয়েন আনরিচেবল” মোডে ৬২২ নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে
  • এসএমএসের মাধ্যমে আপনি নিশ্চিতকরণ বার্তা পাবেন
  • প্রতিটি মিসড কলের জন্য আপনি একটি করে মেসেজ পাবেন। প্রতিটি অ্যালার্টের পর ৬২২ নাম্বারে শুধু একটি এসএমএস করলেই মিস হয়ে যাওয়া কলটির বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন

চার্জ

  • সব বাংলালিংক গ্রাহক এই সার্ভিসটি কোনো চার্জ ছাড়াই উপভোগ করতে পারবেন

সার্ভিসটি যেভাবে বন্ধ করবেন

  • মেসেজ অপশনে যান
  • ’stop’ লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে
  • এসএমএসের মাধ্যমে আপনি নিশ্চিতকরণ বার্তা পাবেন

দ্রষ্টব্য: মিসড কল অ্যালার্ট চালু করার পর আপনি যদি কল ফরওয়ার্ডিং/ডাইভার্টেশন অপশন কিংবা নাম্বারটি (৬২২) ম্যানুয়ালি পরিবর্তন করেন, তাহলে প্রয়োজনীয় ডাইভার্টেশন সময়ে আপনাকে আপনার ফোনটি ৬২২ নাম্বারে ডাইভার্ট করতে হবে। যখন আপনার পোনটি অন্য নাম্বারে ডাইভার্ট করা থাকবে তখন মোবাইল স্ক্রিনে আউটগোয়িং কলের ক্ষেত্রে কল ডাইভার্টিং/ফরওয়ার্ডিং নোটিফিকেশন দেখা যেতে পারে। এটি মূলতঃ হ্যান্ডসেটের ওপর নির্ভর করে। এটি একটি নিয়মিত নোটিফিকেশন।

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *