গ্রামীনফোন বিশ্ব ইজতেমা ২০১৬ সরাসরি বয়ান এবং অন্যকে বয়ান শুনতে আমন্ত্রন জানানোর ফিচার | এসএমএস ভিত্তিক ৩২১ এবং আইভিআর ২২০০১১ সার্ভিস

বিশ্ব ইজতেমা বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের মিলন মেলা। এই মহান ইসলামী কর্মসূচীর সঙ্গে সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে গ্রামীনফোন রিলিজিয়াস সার্ভিস (২২০০) এর আওতায় বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। Bangla Trac Miaki VAS Ltd (BTMV) এই ক্যাম্পেইনটির পার্টনার হিসেবে কাজ করছে।
বিশ্ব ইজতেমা সার্ভিসটি গ্রহণ করার মাধ্যমে একজন গ্রাহক প্রতিদিন এস.এম.এস এর মাধ্যমে বিশ্ব ইজতেমা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, অবস্থান, সময়সূচী, বিশ্ব ইজতেমার ফযীলত ইত্যাদি জানতে পারবেন। এছাড়াও গ্রামীনফোনের সন্মানিত গ্রাহকগণ ২২০০১১ ডায়াল করে সরাসরি বিশ্ব ইজতেমা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, ও অন্যান্য ধর্মীয় বিষয় গুলো শুনতে পারবেন। ক্যাম্পেইন এর বিশেষ আকর্ষণ হচ্ছে বিশ্ব ইজতেমার সরাসরি বয়ান এবং অন্যকে বয়ান শুনতে আমন্ত্রন জানানোর ফিচার ।

গ্রামীনফোন-বিশ্ব-ইজতেমা-২০১৬-সরাসরি-বয়ান-এবং-অন্যকে-বয়ান-শুনতে-আমন্ত্রন-জানানোর-ফিচার-এসএমএস-ভিত্তিক-৩২১-এবং-আইভিআর-২২০০১১-সার্ভিস

ক্যাম্পেইনটি ৪ই জানুয়ারী ২০১৬ থেকে ১৮শে জানুয়ারী ২০১৬ পর্যন্ত চলবে ।
সার্ভিসটির অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছেঃ
এস.এম.এসঃ বিশ্ব ইজতেমাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, অবস্থান, সময়সূচী, বিশ্ব ইজতেমার ফযীলত ইত্যাদি।
আই.ভি.আরঃ অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে;

  • সরাসরি বিশ্ব ইজতেমার বয়ান
  • বিশ্ব ইজতেমার ইতিহাস
  • বিশ্ব ইজতেমার গুরুত্ব
  • বিশ্ব ইজতেমার তাৎপর্য
  • বিশ্ব ইজতেমা সংক্রান্ত টিপস
  • বিশ্ব ইজতেমার সময়সূচী
  • বিশ্ব ইজতেমা সংক্রান্ত দোয়া
  • বিশ্ব ইজতেমার জরুরি যা কিছু

বিশ্ব ইজতেমা সার্ভিসটি এস.এম.এস এবং আই.ভি.আর এর মাধ্যমে গ্রহন করতে গ্রাহককে নিন্মক্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ
এস.এম.এসঃ প্রতিদিন দুইটি করে এস.এম.এস প্রেরন করা হবে। সার্ভিসটি মোবাইলে পেতে নিন্মে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে।

সার্ভিস পোর্ট সার্ভিস একটিভ করার পদ্ধতি ডি-একটিভ করার পদ্ধতি চার্জ**
321 বিশ্ব ইজতেমা ক্যাম্পেইন START IJ or *321*4*4*3*1# STOP IJ ১ টাকা+সম্পুরক শুল্ক & ভ্যাট/প্রতিদিন

**সার্ভিস একটিভ/ডি-একটিভ করার ক্ষেত্রে এস.এম.এস চার্জ প্রযোজ্য হবে না।
আই.ভি.আর এর মাধ্যমে সার্ভিসটি গ্রহণ করতে নিন্মে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে।
আই.ভি.আর এর মাধ্যমে সার্ভিসটিতে সাবস্ক্রাইব করতে সরাসরি ডায়াল করুন ২২০০১১।

আই.ভি.আর পোর্ট ২২০০১১ সাবস্ক্রিপশন চার্জ ২ টাকা+সম্পুরক শুল্ক & ভ্যাট/প্রতিদিন /প্রতিদিন।
আই.ভি.আর ব্রাউজিং চার্জ ২ টাকা প্রথম ২০ মিনিট এবং পরবর্তী প্রতি মিনিট ০.২৫ টাকা (সম্পুরক শুল্ক &ভ্যাট প্রযোজ্য এবং ১০ সেকেন্ড পালস প্রযোজ্য) ।

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *