৪০পয়সা/মিনিট যেকোনো নাম্বারে গ্রামীণফোন,বাংলালিংক,রবি,এয়ারটেল,টেলিটক
দিনরাত ২৪ ঘন্টা সবসময়। বিকাশ সহ অন্যান্য মাধ্যে রিচার্জ করা যায়।
কানেকশন নেয়া পুরো ফ্রি! একাউন্ট খোলা, নাম্বার সব ফ্রি! এমনকি ১০টাকা ফ্রি পেতে পারেন!
ফ্রি আইপি নাম্বার ! – ০৯৬******** এরকম একটি নাম্বার পেয়ে যাবেন।
অ্যাপ থেকে কাউকে কল করলে এই নাম্বারটিই দেখাবে।
সকল ০৯৬******** নাম্বারে সবসময় কল ফ্রি! ( শুন্য পয়সা)

যা যা লাগবে
১. এন্ড্রয়েড অথবা আইফোন সেট
২. ইন্টারনেট চালু থাকতে হবে ( যারা রেগুলার ডাটা ব্যবহার করেন কিংবা ওয়াইফাই আছে তাদের জন্য বেস্ট)
৩. অ্যাপ ইন্সটল করতে হবে এবং অ্যাপ থেকেই অনলাইনে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে এনআইডি ভেরিফাই হলে অ্যাপ থেকে কল করা যাবে।
আলাপ- বিটিসিএল কলিং অ্যাপ
অথবা
আম্বার আইটি আইপি ফোন অ্যাপ
অথবা
“ব্রিলিয়ান্ট কানেক্ট” অ্যাপ
অথবা
“ডায়াল” অ্যাপ
আলাপ- বিটিসিএল কলিং অ্যাপ রিচার্জের টাকার নির্দিষ্ট মেয়াদ নেই। সবসময় ৪০পয়সা কলরেট। কল রেকর্ডিং সুবিধা। সবচেয়ে দ্রুত রেজিস্ট্রেশন – NID সাবমিট করার সাথে সাথে একটিভ।
আম্বার আইটি আইপি ফোন অ্যাপ রিচার্জের টাকার নির্দিষ্ট মেয়াদ নেই। সবসময় ৪০পয়সা কলরেট।
“ব্রিলিয়ান্ট কানেক্ট” অ্যাপে রিচার্জের টাকার নির্দিষ্ট মেয়াদ নেই। সবসময় ৪০পয়সা কলরেট। ইউজার বেশি হলে কল করতে সমস্যা হতে পারে।
সরাসরি মোবাইল নাম্বারে কল করতে “Brilliant out” কল করতে হবে
“ডায়াল” অ্যাপে রিচার্জের টাকার নির্দিষ্ট মেয়াদ আছে। রিচার্জ এমাউন্টের ভিত্তিতে সর্বনিম্ন ৪০পয়সা সর্বোচ্চ ৪৫পয়সা কলরেট।ইন্টারনেট স্পীডের ভিত্তিতে ভালো কোয়ালিটি কল করা যায়। ইউজার বেশি হলে কল করতে সমস্যা হতে পারে।
সরাসরি মোবাইল নাম্বারে কল করতে “Dial out” কল করতে হবে
প্রথমে শুধু ১০টাকা রিচার্জ করে দুইটা অ্যাপই ব্যবহার করে দেখুন।
নিম্নে অ্যাপের বিস্তারিত দেওয়া হলো

আলাপ- বিটিসিএল কলিং অ্যাপ
Android https://play.google.com/store/apps/details?id=com.alaap.app
রেজিস্ট্রেশন এর সময়
১. প্রথমে NID এর সামনের অংশের ছবি
২. এরপর NID এর পেছনের অংশের ছবি
৩. নিজের ছবি সেলফি আকারে তোলা যাবে
সাবমিট করার সাথে সাথে সব সার্ভিস একটিভ হয়ে যাবে
১৪ মিনিট ফ্রি পাবেন যেকোনো লোকাল মোবাইল নাম্বারে কথা বলতে

আম্বার আইটি আইপি ফোন অ্যাপ
Android https://play.google.com/store/apps/details?id=com.amberit.dialer&hl=en
Apple iOS https://apps.apple.com/us/app/amber-it-ip-phone/id1475094972
রেজিস্টার করার সময় যা লক্ষ করবেন
* এপে গ্রাহকের নাম বরাবর NID এর মতো হবে
* এপে NID নাম্বার বরাবর NID এর মতো হবে
* গ্রাহকের ছবি ফ্রন্ট ক্যামেরা / সেলফি তুলে দিতে হবে
* NID এর সামনের এবং পেছনের ছবি “ক্যামেরা” অপশন সিলেক্ট করে তুলে দিতে হবে ( গ্যালারি অপশন ইউজ না করা ভালো)
রেজিস্টার বা ২৪ঘন্টার ভেতর কল সিস্টেম চালু না হলে আম্বার আইটি হেলপলাইনে যোগাযোগ করুন 09611999666

“ডায়াল” অ্যাপ
Android: http://bit.ly/L3Dial
Apple: https://apple.co/38iuBQy

“ব্রিলিয়ান্ট কানেক্ট” অ্যাপ
এন্ড্রয়েড অথবা আইফোন অ্যাপ https://app.brilliant.com.bd/download.php
প্লে স্টোর https://play.google.com/store/apps/details?id=com.brilliant.connect.com.bd
https://play.google.com/store/apps/details?id=com.intercloud.brilliant.com.bd
অ্যাপল https://apps.apple.com/app/id1441768053
NID সাবমিট করুন রেজিস্ট্রেশন করতে
সেটিংস > প্রোফাইল ( ফটো যেখানে আছে) > এড ডকুমেন্ট
জরুরীঃ সরাসরি নাম্বারে কল করতে “brilliant out” অপশন
সরাসরি নাম্বারে কল করতে brilliant out সিলেক্ট করতে হবে কল করার সময়।
কল করার পর স্ক্রিনে নাম্বার/নামের নিচে calling brilliant out লেখা দেখলে বুজবেন এটা সরাসরি নাম্বারে দিয়েছেন।
brilliant in হচ্ছে অ্যাপ থেকে অ্যাপ এ কল যেখানে অন্য ইউজারকেও অনলাইনে থাকতে হবে কল রিসিভ করার জন্য ( মেসেঞ্জার ইমো হোয়াটস অ্যাপ এ যেভাবে কথা বলা হয়)। brilliant in কলে ,কল করার পর স্ক্রিনে নাম্বার/নামের নিচে শুধু “calling” লেখা থাকে
Brilliant Connect অ্যাপ এন্ড্রয়েড অথবা আইফোন এর জন্য * সহজে রেজিস্ট্রেশন করা যায়( ইমো,হোয়াটস অ্যাপ এর মতো) * একটি আইপি নাম্বার ফ্রি ( ০৯৬********)
* ৩ টাকা ফ্রি ব্যালেন্স থাকবে।
বিস্তারিত কল ট্যারিফ
• Brilliant থেকে Brilliant (অ্যাপ – অ্যাপ) কল ট্যারিফঃ ফ্রি
• Brilliant থেকে বাংলাদেশের যে কোন আই পি টেলিফোনি নম্বর (০৯৬*********) ফ্রি
• Brilliant থেকে অন্য লোকাল অপারেটর (মোবাইল / পিএসটিএন) কল ট্যারিফঃ ৪০ পয়সা / মিনিট (১ সেকেন্ড পালস) + ১৫% ভ্যাট
• Brilliant থেকে বিদেশ এর যে কোনো নম্বর এ কল ট্যারিফঃ সরকার অনুমোদিত চার্জ প্রযোজ্য (১৫ সেকেন্ড পালস) + ১৫% ভ্যাট। আন্তর্জাতিক কল রেট বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
http://app.brilliant.com.bd/rates.php
Low Data Usage অপশন
Brilliant Connect অ্যাপে , Settings>My Balance>Low Data Usage
ব্যালেন্স দেখতে
Brilliant Connect
Go to settings>My Balance
Brilliant Connect (OLD)
অ্যাপ এ settings> এ যান অথবা settings>user detail and recharge>
রিচার্জ করতে
বিকাশ,রকেট থেকে রিচার্জ করা যায়। ১০টাকাও রিচার্জ হয়।
For Brilliant Connect
Go to settings>My Balance>Add Balance
For Brilliant Connect (OLD)
To Recharge, Go to settings>user detail and recharge>