রবি ব্যালেন্স ট্রান্সফার ডায়াল *১৪০*৬*১#

রবি-ব্যালেন্স-ট্রান্সফার-সার্ভিস

রবি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস
আপনার জীবনকে আরও সহজ করতে রবি নিয়ে এলো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস! এখন চাইলে রবি ব্যবহারকারী বন্ধুবান্ধবকে নিজের ফোনের ব্যালেন্স পাঠাতে পারবেন যখন তখন।
এছাড়া, রবির প্রিপেইড গ্রাহকরা ব্যালেন্স ১ টাকার কম থাকলে যে কোন রবি নম্বরে ব্যালেন্স চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন।

রবি-ব্যালেন্স-ট্রান্সফার-সার্ভিস

কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন? ডায়াল *১৪০*৬*১#

  • ব্যালেন্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন নেই। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালেন্স গ্রহণকারীর নম্বর)|
  • প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন।
  • সফলভাবে ট্রান্সফারের পর আপনি একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off <আপনার পিন> লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন।
  • আইভিআরের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ১২১০ ডায়াল করুন।
  • ব্যালেন্স ট্রান্সফার করতে *১৪০*৬*১# ডায়াল করুন।

কিভাবে ব্যালান্সের জন্য অনুরোধ পাঠাবেন? ডায়াল *১৪০*৬*২#

  • অনুরোধ পাঠাতে আপনার একাউন্টে মাত্র ৬০ পয়সা থাকলেই চলবে।
  • মেসেজ এর অপশনে যত টাকা চান তার পরিমাণ (যেমন, ২৫) লিখে ১২১১০১৮yyyyyyyy নম্বরে এসএমএস পাঠান (এখানে ০১৮yyyyyyyy হচ্ছে ব্যালেন্স প্রদানকারীর নম্বর)।
  • দাতা অনুরোধটি এসএমএস হিসাবে পাবেন
  • ব্যালান্সের জন্য অনুরোধ করতে *১৪০*৬*২# ডায়াল করুন।

আপনি যখন একটি অনুরোধ পাবেন:
অনুরোধটি গ্রহণ করলে, Y লিখে এসএমএস এর উত্তর দিন;
অনুরোধটি গ্রহণ না করলে, N লিখে এসএমএস করুন;
অনুরোধটি ব্লক করতে চাইলে, B লিখে এসএমএস করুন।

চার্জ (খরচ):
সেন্ডারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি), এবং
রিসিভারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি)(গৃহীত টাকা থেকে)।

শর্তাবলীঃ

  • ব্যালেন্স ট্রান্সফার সেবা ব্যবহার করার জন্য, আপনার সংযোগটি অবশ্যই নূন্যতম ৩০ দিন চালু থাকতে হবে।
  • একজন প্রিপ্রেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্র্যাঞ্জ্যাকশন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • একজন পোস্টপেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্র্যাঞ্জ্যাকশন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকদের জন্য সর্বনিম্ন ট্রান্সফারের পরিমাণ হবে ৫ টাকা এবং একমাসে সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • ট্রান্সফারের পরিমাণ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। (যেমন, ১৫.৩০ টাকা প্রযোজ্য না)।
  • সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট এবং শর্ত প্রযোজ্য।
  • (ভয়েস) নির্দেশনা শুনেও আপনি সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনার রবি নম্বর থেকে ১২১০ নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী আপনার কাঙ্খিত রবি নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *