ভোল্টি (VoLTE ভয়েস ওভার এলটিই) সার্ভিস বাংলাদেশে – জিপি রবি এয়ারটেল । বাড়তি খরচ নেই, শুধু মোবাইলে সেটিংস করে নিন

ভোল্টি-VoLTE-ভয়েস-ওভার-এলটিই-সার্ভিস-বাংলাদেশে-জিপি-রবি-এয়ারটেল-যা-যা-করতে-হবে

ভোল্টি (VoLTE ভয়েস ওভার এলটিই) সার্ভিস বাংলাদেশে – জিপি রবি এয়ারটেল

ফাস্টেস্ট কল কানেকশন -কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে
Ultra HD ভয়েস কল – আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার
দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফর্মেন্স-হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি

বাংলাদেশে যা যা চালু আছে
২জি = ভয়েস কল (চালু আছে) + ইন্টারনেট (চালু আছে)
৩জি = ভয়েস কল (চালু আছে) + ইন্টারনেট (চালু আছে)
৪জি = ভয়েস কল (VoLTE জিপি রবি এয়ারটেল) + ইন্টারনেট (চালু আছে)
এখন থেকে ফোরজি নেটওয়ার্ক থেকেই কল করা যাবে ভোল্টি ব্যবহার করে

VoLTE সার্ভিসটি উপভোগ করতে চাইলে কলার এবং রিসিভার দুজনকেই নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:

১। USIM/4G SIM সিম – সিম ফোরজি হতে হবে
জিপি ফোরজি সিম চেক করতে ডায়াল *121*3232#
রবি/এয়ারটেল ফোরজি সিম চেক করতে ডায়াল *123*44#

২। জিপি 4G কাভারেজে থাকতে হবে।

৩। হ্যান্ডসেট সেটিংস “নেটওয়ার্ক মোড” 4G/3G/2G (অটো) করে দিতে হবে

৪। VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।

VoLTE সার্ভিস একটিভ বা চালু করতে

জিপি ভোল্টি সার্ভিস চেক করতে ডায়াল *121*1133*3#
জিপি ভোল্টি সার্ভিস এক্টিভেট করতে ডায়াল *121*1133*1#

রবি/এয়ারটেল ভোল্টি সার্ভিস চেক করতে ডায়াল *86583#
রবি/এয়ারটেল ভোল্টি সার্ভিস এক্টিভেট করতে
ডায়াল *86583#
reply with 1
then reply with *
then reply with 1

VoLTE এনাবল্ড হ্যান্ডসেটসমূহ

আপনার মোবাইলের মডেল দিয়ে গুগলে সার্চ করুন ভোল্টি অপশন খুজে পেতে

অনেক শাওমি/mi ফোনে ভোল্টি অপশন হিডেন করা আছে । চালু করতে ডায়াল *#*#86583#*#* এরপর সিম অথবা নেটওয়ার্ক সেটিংস এ অপশনটি খুজে দেখুন। আগে না থাকলে ডায়াল করার পর আসবে।

এছাড়া কিছু হ্যান্ডসেটের তালিকা জিপি,রবি,এয়ারটেল প্রদান করেছে
– Huawei Nova 3i
– Samsung J4+
– Xiaomi Go
– Maximus D7,P7, P7 Plus
– Nokia 3.2, 4.2, 6.2, 7.2
– Symphony Z12, Z15, i68, i74
– iPhone 7,iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 plus, iPhone X, iPhone XS, iPhone XR, iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max

আরো বিস্তারিত জানতে
https://www.grameenphone.com/volte
https://www.robi.com.bd/en/personal/volte
https://www.bd.airtel.com/en/personal/volte

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *