ভোল্টি (VoLTE ভয়েস ওভার এলটিই) সার্ভিস বাংলাদেশে – জিপি রবি এয়ারটেল
ফাস্টেস্ট কল কানেকশন -কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে
Ultra HD ভয়েস কল – আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার
দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফর্মেন্স-হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি
বাংলাদেশে যা যা চালু আছে
২জি = ভয়েস কল (চালু আছে) + ইন্টারনেট (চালু আছে)
৩জি = ভয়েস কল (চালু আছে) + ইন্টারনেট (চালু আছে)
৪জি = ভয়েস কল (VoLTE জিপি রবি এয়ারটেল) + ইন্টারনেট (চালু আছে)
এখন থেকে ফোরজি নেটওয়ার্ক থেকেই কল করা যাবে ভোল্টি ব্যবহার করে
VoLTE সার্ভিসটি উপভোগ করতে চাইলে কলার এবং রিসিভার দুজনকেই নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
১। USIM/4G SIM সিম – সিম ফোরজি হতে হবে
জিপি ফোরজি সিম চেক করতে ডায়াল *121*3232#
রবি/এয়ারটেল ফোরজি সিম চেক করতে ডায়াল *123*44#
২। জিপি 4G কাভারেজে থাকতে হবে।
৩। হ্যান্ডসেট সেটিংস “নেটওয়ার্ক মোড” 4G/3G/2G (অটো) করে দিতে হবে
৪। VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।
VoLTE সার্ভিস একটিভ বা চালু করতে
জিপি ভোল্টি সার্ভিস চেক করতে ডায়াল *121*1133*3#
জিপি ভোল্টি সার্ভিস এক্টিভেট করতে ডায়াল *121*1133*1#
রবি/এয়ারটেল ভোল্টি সার্ভিস চেক করতে ডায়াল *86583#
রবি/এয়ারটেল ভোল্টি সার্ভিস এক্টিভেট করতে
ডায়াল *86583#
reply with 1
then reply with *
then reply with 1
VoLTE এনাবল্ড হ্যান্ডসেটসমূহ
আপনার মোবাইলের মডেল দিয়ে গুগলে সার্চ করুন ভোল্টি অপশন খুজে পেতে
অনেক শাওমি/mi ফোনে ভোল্টি অপশন হিডেন করা আছে । চালু করতে ডায়াল *#*#86583#*#* এরপর সিম অথবা নেটওয়ার্ক সেটিংস এ অপশনটি খুজে দেখুন। আগে না থাকলে ডায়াল করার পর আসবে।
এছাড়া কিছু হ্যান্ডসেটের তালিকা জিপি,রবি,এয়ারটেল প্রদান করেছে
– Huawei Nova 3i
– Samsung J4+
– Xiaomi Go
– Maximus D7,P7, P7 Plus
– Nokia 3.2, 4.2, 6.2, 7.2
– Symphony Z12, Z15, i68, i74
– iPhone 7,iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 plus, iPhone X, iPhone XS, iPhone XR, iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max
আরো বিস্তারিত জানতে
https://www.grameenphone.com/volte
https://www.robi.com.bd/en/personal/volte
https://www.bd.airtel.com/en/personal/volte