টেলিটক শতবর্ষ ফ্রি সিম – ১৭ জিবি ইন্টারনেট ফ্রি
এই স্পেশাল সিম টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে পাওয়া যাবে।
কাস্টমার কেয়ার সেন্টারের এড্রেস দেখে নিন http://www.teletalk.com.bd//allCustomerCareTable.jsp?type=center
টেলিটক শতবর্ষ সিমটি যারা নিতে পারবেনঃ
১৮ বছরের উর্ধ্বে বাংলাদেশের যে কোন নাগরিক যাদের NID কার্ড দিয়ে পূর্বে কোনো টেলিটক সিম নেওয়া হয়নি অথবা শুধু মাত্র একটি টেলিটক সিম নেওয়া আছে কেবল তারাই শতবর্ষ প্যাকেজের সিম নিতে পারবে।
একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কয়টা সিম নিতে পারবেন?
১. NID দিয়ে টেলিটক সিম নিবন্ধন না থাকলে সর্বোচ্চ দুইটি সিম নিতে পারবেন।
২. NID দিয়ে একটি সিম নিবন্ধন থাকলে একটি শতবর্ষ সিম নিতে পারবেন।
৩. NID-তে দুই বা ততোধিক সিম থাকলে শতবর্ষ সিম নিতে পারবেন না।
সিমটি ফ্রি পেতে কেনার সময় ১০০টাকা রিচার্জ করতে হবে এবং এই ১০০টাকা মূল ব্যালেন্সেই থাকবে ডায়াল *১৫২#
টেলিটক শতবর্ষ ফ্রি সিম
– ১৭ জিবি ইন্টারনেট ফ্রি
– ১০০ মিনিট ফ্রি টকটাইম
– ১০০ এসএমএস ফ্রি
– মেয়াদ ৩০দিন
– সবকিছু চেক করতে ডায়াল *১৫২#
– এই ফ্রি অফারটি একবারই পাওয়া যাবে
টেলিটক শতবর্ষ সিম প্রিপেইড প্যাকেজ
– ৪৭পয়সা/মিনিট যেকোনো লোকাল নাম্বারে
– ১সেকেন্ড পালস
– এসএমএস ৩০পয়সা
– পে পার ইউজ ১টাকা/এমবি
টেলিটক শতবর্ষ সিম স্পেশাল ইন্টারনেট অফার
২জিবি মেয়াদ ১৫ দিন ডায়াল *111*17# অথবা রিচার্জ ১৭টাকা
চেক করতে ডায়াল *১৫২#
* প্রতি ১৫দিনে একবার এবং প্রতি মাসে সর্বোচ্চ ২ বার কেনা যাবে
টেলিটক শতবর্ষ সিম স্পেশাল কলরেট অফার
* ৩৪টাকা রিচার্জে ৪৫পয়সা/মিনিট মেয়াদ ১০ দিন
* ৭৯টাকা রিচার্জে ৪৫পয়সা/মিনিট মেয়াদ ৩০ দিন
রিচার্জ এমাউন্ট ব্যালেন্সেই থাকবে *১৫২#
শতবর্ষ প্যাকেজে মাইগ্রেট করতে আপনার টেলিটক সংযোগ থেকে ‘S100’ লিখে পাঠিয়ে দিন ৮৮৮ নম্বরে (চার্জ ফ্রি) ।গ্রাহক SMS প্রদানের ৭২ ঘন্টার মধ্যে প্যাকেজ মাইগ্রেশন সংক্রান্ত নোটিফিকেশন SMS পাবেন। যদি কোন কারনে মাইগ্রেশন সফল না হয় তবে, উক্ত SMS টি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
স্পেশাল কলরেট ও স্পেশাল ইন্টারনেট অফার শতবর্ষ ও টেলিটক-এর সকল প্রিপেইড প্যাকেজের জন্যে প্রযোজ্য।
