এই সার্ভিসটি শুধুমাত্র গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে
প্রিপেইড সিম এর দাম ১০০টাকা।
গ্রামীণফোন সেন্টার এর ঠিকানাসমূহ

প্রাথমিকাভাবে এই সার্ভিসটি বাংলাদেশের সকল গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে।
কিভাবে আপনার চাহিদামত নাম্বারটি পেতে পারেনঃ
১। গ্রাহককে নতুন সিম ক্রয় এর জন্য যেকোনো সেলস পয়েন্টে যেতে হবে।
২। রিটেইলার রিটেইল সিম সেলিং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী নাম্বারটি খুঁজে দেখবেন।
৩। গ্রাহক নতুন সিমটি কেনার জন্য তার প্রয়োজনীয় তথ্যাদি (যেমন NID/DOB/Address) সরবরাহ করবেন।
৪। ভেরিফিকেশন এর পর সিম/মোবাইল নাম্বারটি অ্যাকটিভেট হবে এবং গ্রাহক SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
কোথা থেকে কখন গ্রাহক এই সার্ভিসটি পেতে পারেন?
– এই সার্ভিসটি ১৭ এপ্রিল ২০১৯ থেকে শুধুমাত্র গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে।
সিম কিট এর মূল্য কত হবে?
-সিম কিট এর মূল্য সাধারন প্রিপেইড সিম কিট এর মতই হবে। যা বর্তমানে ১০০/- টাকা।
প্যাকেজটি কি হবে?
-বর্তমানে এই সার্ভিসটি শুধুমাত্র প্রিপেইড নাম্বারের জন্য প্রযোজ্য।
গ্রাহক Mirror নাম্বার বা Date of Birth (DOB) ম্যাচিং নাম্বার পাবেন কি?
-হ্যাঁ। কিন্তু এটি ডাটাবেইজ-এ নাম্বার এর প্রাপ্যতার উপর নির্ভর করবে। যদি গ্রাহকের চাহিদা অনুযায়ী নাম্বারটি ডাটাবেইজ-এ থাকে তবে তা সরবরাহ করা সম্ভব হবে।
এই পদ্ধতিতে কি ‘০১৭’ সিরিজের নাম্বার পাওয়া সম্ভব?
-প্রাথমিকভাবে শুধুমাত্র ‘০১৩’ দিয়ে শুরু হওয়া নাম্বার পাওয়া সম্ভব।