আপনার সিম কার এনআইডি (NID) দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন

আপনার সিম কার এনআইডি (NID) দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন গ্রামীনফোন বাংলালিংক রবি এয়ারটেল টেলিটক
বা আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন

ডায়াল *১৬০০১#

এক এনআইডিতে ১৫টির বেশি সিম থাকলে বাড়তি সিম বন্ধ করা হবে। 

বাড়তি সিম কাস্টোমার কেয়ারে গিয়ে বন্ধ করা যাবে
অথবা মালিকানা পরিবর্তন করুন। যাকে সিম দিবেন তাকে তার এনআইডি সহ কাস্টোমার কেয়ারে যেতে হবে।

যেকোনো গ্রাহককে তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদের বিপরীতে কতোটি সিম রয়েছে, তা জানারও সুযোগ করে দিয়েছে বিটিআরসি।

দেখে নিন মোট কয়টি সিম আছে সব নাম্বার সহ 
ইউএসএসডি’র মাধ্যমে *১৬০০১# নম্বরে ডায়াল করে ফিরতি রিপ্লাইয়ে আইডি(জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন) নম্বরের শেষের ৪ ডিজিট লিখে পাঠাতে হবে। আর এসএমএসের মাধ্যমে আইডি নম্বরের শেষ ৪ ডিজিট লিখে ১৬০০১ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা।

একটি-এনআইডি-NID-তে-সর্বোচ্চ-১৫টি-সিম-বায়োমেট্রিক-রেজিস্ট্রেশন-করা-সিম-থাকতে-পারবে-২৬-এপ্রিল-২০১৯-এর-পর-বাড়তি-সিম-বন্ধ-করা-হবে

গ্রামীনফোন টাইপ “info” সেন্ড করুন 4949
গ্রামীনফোন টাইপ “Reg 17 Digit NID Number” সেন্ড করুন 4949
বাংলালিংক  ডায়াল  *1600*2# এবং ডায়াল *1600*1#
রবি ডায়াল  *1600*3# এবং *1600*1#
এয়ারটেল ডায়াল  *121*4444#
টেলিটক টাইপ “info” সেন্ড করুন 1600

আপনার-এনআইডি-(NID)-দিয়ে-কয়টি-সিম-রেজিস্ট্রেশন-হয়েছে-চেক-করুন-গ্রামীনফোন-বাংলালিংক-রবি-এয়ারটেল-টেলিটক-সিটিসেল

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *