বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার ডায়াল *1000#

বাংলালিংক-ব্যালেন্স-ট্রান্সফার

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার রেজিস্টার করতে ডায়াল *1000#
জীবন এখন হবে আরো সহজ, কারণ বাংলালিংক নিয়ে এলো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস! খুব সহজই বাংলালিংক ব্যবহারকারী বন্ধু ও স্বজনদের কাছে, নিজের ফোনের ব্যালেন্স এখন পাঠানো যাবে যেকোনো সময়।

বাংলালিংক-ব্যালেন্স-ট্রান্সফার

সার্ভিস বিস্তারিত:

  • সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অন্য বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের কাছে
  • নতুন সংযোগ চালু হওয়ার এক মাস পর গ্রাহকেরা ব্যালেন্স ট্রান্সফার সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন
  • এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস উপভোগ করতে আগে রেজিস্টার করতে হবে

রেজিস্টার করতে *1000# কোড ডায়াল করতে হবে এবং নির্দেশনা অনুসরণ করতে হবে

  • পপ-আপ মেসেজ এর মাধ্যমে পিন নম্বরটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন
  • পিন নম্বরটি সেভ করে রাখুন
  • এই পিন নম্বর ব্যবহার করেই সকল ব্যালেন্স ট্রান্সফার করা যাবে
  • প্রিপেইড USSD মেন্যুতেও এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস পাওয়া যাবে

সার্ভিসের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিচে বর্ণিত আছে

সার্ভিস অ্যাক্টিভেশন পদ্ধতি:
ডায়াল করুন *1000# এবং নির্দেশনা অনুসরণ করুন

রেজিস্টার করতে:
ডায়াল করুন *1000# ⇒ Balance Transfer ⇒ Generate PIN⇒ New PIN⇒ (পপ-আপ মেসেজ আসবে) “You have successfully set your PIN”

ব্যালেন্স ট্রান্সফার করতে:
ডায়াল করুন *1000# ⇒ Balance Transfer ⇒ আপনার PIN লিখুন ⇒ প্রাপকের নাম্বারটি লিখুন ⇒ Amount

Pin পরিবর্তন করতে:
ডায়াল করুন *1000# ⇒ Change Pin ⇒ বর্তমান PIN লিখুন ⇒ নতুন PIN লিখুন

শর্তাবলী:

  • এক ট্রান্সফারে সর্বনিম্ন ৳১০ এবং সর্বোচ্চ ৳১০০ পাঠানো যাবে
  • একদিনে সর্বোচ্চ ৳৫০০ আর এক মাসে সর্বোচ্চ ৳১০০০ ট্রান্সফার করা যাবে
  • পরিমাণটি পূর্ণসংখ্যা হতে হবে আর নম্বর ব্যতীত কোনোরকম অক্ষর লেখা যাবে না ও কোনোরকম ভগ্নাংশ থাকা যাবে না।
  • USSD কোড *1000# ডায়াল করে সার্ভিসটির জন্য রেজিস্টার করতে হবে
  • প্রতিদিন রাত ১২টার পর দৈনিক সীমা রিসেট করা হবে
  • ইমার্জেন্সি ব্যালেন্স বকেয়া থাকলে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না
  • এই সার্ভিসটি পেতে প্রেরক ও প্রাপকের নাম্বারটি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের অন্তর্ভুক্ত থাকতে হবে
  • একবার ব্যালেন্স ট্রান্সফার করার পর পরবর্তী ৩০ মিনিটের মধ্যে পুনরায় ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না (প্রেরক ও প্রাপক উভয়ের জন্যই প্রযোজ্য)
  • পিন রিসেট করার জন্য আপনার NID এর শেষ ৪ সংখ্যা প্রয়োজন হবে

SMS চার্জ:
ফ্রি (কোনো চার্জ প্রযোজ্য নয়)

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *