টেলিটক বন্ধ সিম অফার ২০২৩ – ২ জিবি ইন্টারনেট ফ্রি!

টেলিটক-বন্ধ-সিম-অফার-২০২০-২-জিবি-ইন্টারনেট-ফ্রি

টেলিটক বন্ধ সিম অফার ২০২৩ – ২ জিবি ইন্টারনেট ফ্রি!
সকল প্রিপেইড গ্রাহক, বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই তারাই কেবল বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন। আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে।

টেলিটক বন্ধ সিমের গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা (১০ বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফারঃ
(ক) ২ জিবি ডাটা মেয়াদ ৭ দিন চেক করতে ডায়াল *১৫২#
(খ) ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য) ডায়াল *১১১*৪৫#

টেলিটক বন্ধ সিম অফার – স্পেশাল ডাটা অফার
১ জিবি মেয়াদ ৩০দিন ২১ টাকা ডায়াল *১১১*২১#
যত খুশি ততবার কেনা যাবে

টেলিটক বন্ধ সিম অফার – স্পেশাল কম্বো অফার
(১) ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট মেয়াদ ৭ দিন ৪৩ টাকা ডায়াল *১১১*৪৩# ; যত খুশি ততবার কেনা যাবে

(২) ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট মেয়াদ ৩০ দিন ১০৯ টাকা ডায়াল *১১১*১০৯# ; যত খুশি ততবার কেনা যাবে

টেলিটক বন্ধ সিম অফার স্পেশাল অফার
ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে । ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।

তথ্যাবলীঃ
১) ফ্রি ২ জিবি ডাটা (৭ দিন মেয়াদ) অফারটি সিম চালু করার পর গ্রাহক শুধুমাত্র একবার উপভোগ করতে পারবেন।
২) ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা উপভোগ করতে চাইলে গ্রাহককে *১১১*৪৫# ডায়াল করতে হবে ।
৩) অফার চলাকালীন সময়ে গ্রাহক যতখুশি ততবার স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার ও স্পেশাল অফার উপভোগ করতে পারবেন।
৪)মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএস ব্যবহার যোগ্য নয়।
৫) সকল ট্যারিফে এসডি, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য।
৬) সকল প্রিপেইড গ্রাহক, বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই তারাই কেবল বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন। আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে।
৭) অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।

গ্রামীণফোন বন্ধ সিম অফার
বাংলালিংক বন্ধ সিম অফার 
রবি বন্ধ সিম অফার 
এয়ারটেল বন্ধ সিম অফার 

Written by 

আগ্রহ ,আকর্ষণ এবং ভালোবাসার কারণে ১৫ বছর হতে চললো আইটি সেক্টর নিয়ে তথ্য সংগ্রহ এবং এগুলো নিয়ে কাজ করার। ২০১১ সালের প্রথম দিকে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালু করি। টেকখবরে আপনারা অনেক তথ্যই সহজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *